১৫ মে, ২০১৪

ফের উচ্ছৃঙ্খল জীবনে প্রভা

টিভি নাটকের আলোচিত-সমালোচিত তারকা প্রভাকে ইদানীং আবারো কিছুটা উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতে দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন হোটেলে নাইটপার্টি ও ডিজে পার্টিতে প্রায় প্রতিদিনই তার সরব উপস্থিতি। তবে এবার প্রভার সাথে পার্টনার হিসেবে আছেন স্বামী শান্ত।

কিছুদিন নিশ্চুপ থাকার পর পুনরায় বেপরোয়া হয়ে উঠেছেন অভিনেত্রী প্রভা। প্রায় প্রতিদিনই তাকে দেখা যাচ্ছে কোন না কোন নাইটক্লাবে কিংবা ডিজে পার্টি ড্যান্স ফ্লোরে। আর রাজধানীতে ডিজে পার্টি মানেই ইয়াবার সগৌরব উপস্থিতি। ইয়াবা ছাড়া কোনো ডিজে পার্টি জমেই না। এসব পার্টিতে হরহামেশাই দেখা যাচ্ছে প্রভাকে।

কখনো কখনো তার সাথে থাকছেন স্বামী শান্ত। কখনোবা একাই রাতভর বন্ধু-বান্ধবদের নিয়ে ফুর্তি করছেন। প্রভার এমন বেপরোয়া জীবন-যাপনে শ্বশুরবাড়ির সদস্যরাও বেশ বিব্রত। তারা কয়েকবার প্রভাকে সতর্ক করেছেন। তবে কারও কথাই শুনছেন না প্রভা। কারণ এবার শান্তই তার সহযোগী। শান্তকে নিয়েই চষিয়ে বেরাচ্ছেন তিনি।


গুঞ্জন উঠেছে শান্তকে ভাঙিয়ে আবারও ভুল পথে পা বাড়িয়েছেন প্রভা। শান্তও প্রিয়তমা স্ত্রীর কথামতো অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন। এ ব্যাপারে শান্ত এবং প্রভার সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।