সময় অখন্ড। সময়কে দ্বিখন্ডিত করে ঘটনা অথবা দূর্ঘটনা। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র কোন কিছুই ঘটনার বাইরে নয়। এসকল ঘটনার দ্বায়বদ্ধতা থাকে সর্বপরি মানুষের। কিন্তু সব মানুষ-ই এর দ্বায়বদ্ধতা স্বীকার করে না। সমাজের কিছু মানুষ ব্যক্তি জীবনে সামাজিক, রাষ্ট্রীয় দ্বায়বদ্ধতাকে অস্বীকার করেন না তারা হলেন সাংবাদিক। নিজের চোখে দেখা কোন অসংগতি, অথবা অন্যায় পেশী শক্তিদ্বারা পরিবর্তন করতে না পারলেও মানুষিক শক্তিতে তা পরিবর্তনের একটা সংকল্প নিয়ে বহুদুর যেতে ইচ্ছা পোষন করেন একজন সাংবাদিক। তাই তার মানুষিক অবস্থার প্রতিফলন প্রকাশ করেন কাগজে কলমে। তাতে সমাজে হঠাৎ রাতারাতি কোন পরিবর্তন হয়তো সম্ভব নয়, তবুও নিজের ভাবনা অন্যান্য মানুষের ভাবনার মধ্যে প্রভাব ফেলাতে পারেন একজন সাংবাদিক।
পিরিত ভাঙ্গা টুকরো
ফয়সাল মাহমুদ পল্লব
একটি কাঁচের গ্লাস ভেঙ্গে গেলেই কষ্ট লাগে
আর যদি ভেঙ্গে যায় প্রেম!
কষ্টতো লাগবেই, লাগবেই কষ্ট।
লাল পেন্সিল হারিয়ে গেলেও কেঁদেছি কতো
আর তুমি হারিয়ে গেলে কাঁদবো না
কাঁদবো আমি কাঁদবইতো।
আমারতো হীরের কোন অংশই অবশিষ্ট নেই
কাঁচের গ্লাসেই আমার কষ্ট অনেক
তাই তুলে রেখেছি যতœ করে ভাঙ্গেনা যেন।
যেন না ভাঙ্গে কোন কিছু.....পিরিত..।