৩১ আগস্ট, ২০১০

ভালবাসি তোমাকে

পল্লব


তোমাকে ভালবাসি
প্রিয়তমা স্ত্রী আমার
আমি তোমাকে সত্যি ভালবাসি
সত্যি ভালবাসি।

নইলে এমন ভেঙ্গে যায় মনটা
কেন? সত্যি বলছি। ভালবাসি।
প্রিয়তমা রমণী আমার

আমি তোমায় ভালবাসি.......
এই কথাটা বহুভাবে বলা যায়
বল কিভাবে বল্লে তুমি খুশি হও।
আবারো বলছি ভালবাসি।

আরো কতভাবে বল্লে.......
প্রিয়তমা আমার তুমি বিশ্বাস করবে
আমি তোমাকে ভালবাসি
সত্যি বলছি আমি তোমাকে ভালবাসি।

আমি তোমার জন্য তাকিয়ে থাকি
জানি হয়তো এ পথে তুমি আসবেনা
তবুও তাকিয়ে থাকি
ভালবাসি বলে।
ভালবাসি বলে ভালবাসি বলে....

অনুভবে দেখতে পারি তোমাকে
ছুয়ে দেখতে পারি তোমাকে
সত্যি বলছি, প্রিয়তমা স্ত্রী আমার।

এইতো তোমার মুখ প্রিয়তমা
ছুয়ে দিলাম, তোমার তরতাজা মুখ
তোমার চোখ আরো সতেজ যেন
আমাকে পাগল করার জন্য....
সত্যি বলছি, ভালবাসি প্রিয় আমার।

আরো প্রিয় তুমি আরো প্রিয় আমার
আমি বলছি তোমাকে ভালবাসি
এর চেয়ে সত্য আর কি হতে পারে
প্রিয়তমা আমার, প্রিয়তমা।