৯ সেপ্টেম্বর, ২০১০

ঈদের শুভেচ্ছা

কিংবদন্তী’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনি কি লেখালেখি করেন? গল্প, কবিতা, নিবন্ধ, প্রবন্ধ, ধর্মচিন্তা, রাজনীতি, দর্শনশাস্ত্র,বিজ্ঞান, রাষ্ট্র? সমাজ, সাম্রাজ্যবাদ, পরিবেশ, সমকালিন কোন বিষয়? লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমরা প্রকাশ করবো আপনার লেখা।

অথবা আপনি লেখেন না পড়তে ভালবাসেন, পড়ুন আমাদের ব্লগ-এ, আর মন্তব্য করুন আমাদের লেখালেখির।

শুভেচ্ছান্তে-
পল্লব

ভিজিট করুন: http://kingbodontiblog.blogspot.com/
লেখা পাঠান: rupkotha.aurora@gmail.com