পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও প্রাবন্ধিক আব্দুল মান্নান সৈয়দ। আজ (রোববার) সন্ধ্যায় ইফতারের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে মরহুমের লাশ তার গ্রীন রোডের বাসায় আনা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।