১৬ সেপ্টেম্বর, ২০১০

রাতের নগর কোন সিগনেল মানে না

তারেক মাহমুদ
রাত গভীর হলে ঝিমিয়ে পড়ে সিগনেল বাতি
ট্রাফিক পুলিশের চোখ ক্লান্ত
ছিনতাইকারী, কিডন্যাপাররা পাহারা দেয় রাতের পাহারাদারদের

রাত গভীর হলে স্টিয়ারিংয়ে রাখা হাত কোন সিগনেল মানে না
নগরের রাত যত গভীর হয় সিগনেলগুলো হারিয়ে যায় তত

এদেশের প্রতিটি শহরের রাত ভাসমান চাঁদের মতো স্বাধীন

আর রাতের পাখিরা!
তাদের মতো স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী প্রেমময়ী আর কে হতে পারে তখন

আমিও রাতের নাগর এই নগরের
পাহারা দেই রাতের পাহারাদারদের
আর চেখে চেখে খাই রাতের পাখি
রাতের রঙিলা পাখিদের
খাওয়া শেষে সোডিয়াম আলোতে মুখ ধুয়ে ফেলি
তারপর ভেসে যাই উপচে পড়া জোছনার বন্যায়

শহরে কখনো অমাবশ্যা হয় না
শহর জুড়ে শুধু জোছনার বন্যা

আহারে নগর
এই নগরে যদি কখনো দিন না হতো
যদি সারাক্ষণ ভেসে থাকতো মধ্যরাতে
তাহলে সমস্ত সিগনেল উঠিয়ে দিয়ে
আমিও হতে পারতাম পাখিখোর
রঙিলা রাতের সব পাখিদের চেখে চেখে
সোডিয়াম আলোতে মুখ ধুয়ে
সারাক্ষণ ভাসতে পারতাম জোছনার বন্যায়

mahmudtareq@yahoo.com

১২.০৪.০৮. গভীর রাত, শান্তিনগর, ঢাকা