তারেক মাহমুদ
দরোজা বন্ধ মানে
গভীর প্রশান্তিতে কিছুক্ষণ বেঁচে থাকা
গভীর সাধনায় নির্মীলিত প্রহর
নিঃসঙ্গতার আনন্দ
নারীর কোমল দেহ
অনুভূতির তীব্র শিহরণ।
দরোজা বন্ধ মানে একটি শিশুর জন্ম।
এ বড় বৃদ্ধ সময়
তাই আমরা কোনকিছুর মানে করি না
হয়তো জানি না হয়তো মানি না
কলহ-বিবাদ-ক্লান্ত চুম্বন
রাত গভীরে জৈবিক সভ্যতা চর্চা।
দরোজা বন্ধ
অবশেষে কাব্যসুধা পান
রীতিমত, নিয়মিত, চলমান ভোর
পাখির ডাক,শিশির সিক্ত দূর্বা
ভোরের প্রথম সূর্যরশ্মি
হঠাৎ জেগে ওঠা
ক্লান্ত পথিক
রমনীর ভেজা দেহ
অতঃপর দরোজা বন্ধ
যৌবন সময়ের প্রার্থনায় নয়া প্রজন্ম।
০৮.১০.১৯৯৫
১৯৮ ফকিরাপুল, ঢাকা