১৫ নভেম্বর, ২০১০

আজ থেকে পবিত্র হজ্জ শুরু

মিনা থেকে রোববার রাতে আরাফাতের ময়দানে যাওয়ার সময় 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুলক' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এর অর্থ হল, "আমি হাজির। হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।" একই ধ্বনিতে সোমবার মুখর থাকবে আরাফাতের ময়দান। আরাফাতের মাঠে জোহরের নামাজের আগে বয়ান ও খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি। খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে 'কসর' নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন সবাই। আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম 'ফরজ' বা অবশ্য পালনীয়। রোববার কাবা শরিফ তাওয়াফের (প্রদক্ষিণ) মধ্য দিয়ে হজ অনুষ্ঠান শুরু হয়। হজ পালনরতরা এরপর কাবা মিনায় যান। সেখান থেকে তারা আরাফাতের ময়দানে যান। সোমবার আরাফাতের ময়দানে ইবাদতের পর তারা আবার মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কুরবানি করে মঙ্গলবার কাবায় ফিরে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা। এরাব বাংলাদেশ থেকে প্রায় ৯৩ হাজার জন হজে গেছেন। (সূত্র: ইন্টারনেট)