১৩ ডিসেম্বর, ২০১০
চালু হচ্ছে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
প্রায় ৪৯ বছর পরে চালু হচ্ছে পাবনার ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নে রাশিয়া আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিক পর্যায়ের দাপ্তরিক কিছু কাজকর্মও শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই, সুবিধা-অসুবিধা ও নীতিগত বিষয়ে আলোচনা করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র মহাপরিচালক ইউকিয়া আমানো সোমবার ২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। প্রকল্পটি শুরুর উদ্যোগ নিলেও আন্তর্জাতিক নানা জটিলতায় তা চালু করা সম্ভব হয় নি। বিভিন্ন সময়ে প্রকল্পটি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশে। এ সরকার ক্ষমতায় এসে প্রকল্পটি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে প্রকল্পে চুল্লি স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। দুটি চুল্লি স্থাপন করলে প্রতিটি থেকে ৫শ মেগাওয়াট উৎপাদন সম্ভব বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত তত্ত্বাবধায়ক সরকার আবারও উদ্যোগ নেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের। (সূত্র: অনলাইন)