অবশেষে সোমালিয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের জাহাজ এমভি জাহান মণি ও ঐ জাহাজের নাবিকরা। সোমবার সকালে সোমালিয়া থেকে এমভি জাহান মণি ওমানের সালালা বন্দরের দিকে রওয়ানা দিয়েছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান কবির স্টিল রিরোলিং মিলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্রেভ রয়েলের মহাব্যবস্থাপক মেহেরুল করিম এসব তথ্য জানিয়েছেন। মালিক পক্ষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দাবি করেছে জাহান মণিকে মুক্ত করতে কোনো মুক্তিপণ দিতে হয়নি। জাহান মণি চার দিন পর (১৭ মার্চ) ওমানের সালালা বন্দরে পৌঁছাবে। সেখানে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শেষ করতে আরও তিন -চারদিন সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ মার্চ জাহাজের নাবিকরা চট্টগ্রাম বিমানবন্দরে পৌছাবেন। উল্লেখ্য ২০১০ সালের ৫ ডিসেম্বর জাহাজটি ছিনতাই করে ১২ ডিসেম্বর সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়। এমভি জাহান মণি মুক্ত হতে ১০০দিন সময় অতিবাহিত হয়েছে। (সূত্র: অনলাইন)