গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মমতাজ উদ্দিন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে এ আদেশ দেন। গ্রামীণব্যাংক অধ্যাদেশ ৮৩-এর ১৪/১ ও ২ অনুযায়ী যে অর্ডিন্যান্স জারি হয়, বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী ইউনুসের নিয়োগ দেয়। পরে আইনের সংশোধন করে পরিচালনা পর্ষদ ১৯৯৯ সালের ২২ জুলাই ৫২তম সভায় যে সিদ্ধান্ত নেয় তার কোনো আইনগত ভিত্তি ছিলো না। ওই সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেওয়া হয়নি, অবহিতও করা হয়নি। উল্লেখিত গ্রাউন্ডেই রিট আবেদন দুটি খারিজ হয় বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, কোনো ব্যক্তির চাকরির বয়সের সীমারেখা থাকবে না এটা হতে পারে না। ৬০ বছর পূর্ণ হওয়ার পর থেকেই তিনি অবৈধ ছিলেন। নোবেল পুরস্কারের সঙ্গে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকা না থাকার কোনো যোগসূত্র নেই বলেও উল্লেখ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, নোবেল পুরস্কার পেলেই অবৈধ কাজ বৈধ হয়ে যায় না । (সূত্র: অনলাইন)