বুধবার গ্রিনীচ মান সময় ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের মাটি ছুঁয়েছে এন্ডেভার। মার্কিন মহাকাশ ফেরি 'এন্ডেভার' ১৬ দিন পর পৃথিবীর মাটি স্পর্শ করলো। এটাই এন্ডেভার এর শেষ ফেরা। আর কখনো মহাকাশে পাঠানো হবে না এন্ডেভারকে। এখন 'এন্ডেভার'কে পাঠিয়ে দেয়া হবে জাদুঘরে। এইবার 'এন্ডেভার' এর নভোচারীরা আইএসএস- এতে 'আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' স্থাপন করেছে। আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' মহাজগতের উৎস সম্পর্কে গবেষণা করতে বিজ্ঞানীদের সহায়তা করবে। এন্ডেভার- এ এবার যাত্রী ছিলো মোট ছয়জন । এর মধ্যে পাঁচজন মার্কিন ও একজন ইটালির। এই দলের নেতৃত্ব দেন মার্ক কেলি। এ বছরের শুরুর দিকে আরেক নভোখেয়া 'ডিসকভারি'ও মহাকাশে তার শেষ যাত্রা করে আসে। আর এন্ডেভার'র পর অপর একটি ফেরি 'অ্যাটলান্টিস' শেষবারের মতো মহাকাশে যাবে ৪ জুলাই। এর মাধ্যমেই শেষ হয়ে যাবে ৩০ বছর ধরে চলে আসা 'শাটল' কর্মসূচি। (সূত্র: অনলাইন)