৯ জুলাই, ২০১১

নতুন দেশ দক্ষিণ সুদান

আফ্রিকা মহাদেশের দুঃখ কষ্টে জর্জরিত একটি দেশ সুদান। এই সুদানের উত্তরের লোকজনের সাথে ঠিক পরছিলো না দক্ষিন সুদানের বাসিন্দাদের। উত্তরের কর্তৃত্ব থেকে নিজেদের মুক্ত করতে বহুদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলো দক্ষিণ সুদানীয়রা। বিভিন্ন সময়ে উত্তর-দক্ষিণ দাঙ্গায় মারাও গেছে বহু লোক। মাঝে অনেক রক্ত ও সময় পেরিয়ে অবশেষে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো ৯ জুলাই। পৃথিবীর মানচিত্রে যোগ হলো একটি নতুন দেশ দক্ষিণ সুদান।  যার অফিসিয়ালী নাম 'রিপাবলিক অব সাউথ সুদান।' আর দক্ষিন সুদানের রাজধানীর নাম রাখা হয়েছে জুবা। জাতিসংঘ স্বীকৃত ১৯৩তম সদস্য দেশ এটি। আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় সুদানের জনগণের পক্ষে-বিপক্ষে মতামত চেয়ে নেয়া হয় গণভোট। দক্ষিণ সুদানের প্রায় ৯৯ শতাংশ লোক নিজেদের স্বাধীনতার পক্ষে ভোট দেন। সারবিশ্ব থেকেই স্বাগত জানিয়েছে দক্ষিণ সুদানকে।(সূত্র:ইন্টারনেট)