১১ নভেম্বর, ২০১১

আজ ১১.১১.১১

আজ ১১.১১.২০১১। অন্য সব তারিখ থেকে নিশ্চয় এই তারিখটি ভিন্ন। প্রতি ১০০ বছর পরপর ব্যতিক্রমী এই তারিখের দেখা মেলে। যেমন মিলবে আবার ১১.১১.২১১১ সালে। ততদিন তো আর আমাদের বেচে থাকা হবে না। এই কথা ভেবে মানুষ দিনটিকে স্মরনীয় করে রাখতে নিয়েছে নানা পরিকল্পনা। মজার ব্যাপার হলো বিশ্বের বিভিন্ন দেশের অনেক সন্তান সম্ভবা মায়েরা এ দিনে অস্ত্রোপচারের জন্য ভিড় করছেন হাসপাতালগুলোতে। আবার বিয়ের পিঁড়িতেও বসতেও চাইছেন অনেকে। শোনা যাচ্ছে এক সময়ের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ও নাকি এই তারিখে মা হতে যাচ্ছেন। আর তিনি আশা প্রকাশ করেছেন যে, ১১.১১.১১ এর প্রথম প্রহরেই যেন জন্ম নেয় তার প্রথম সন্তান। ১১.১১.১১ উপলক্ষ্যে অনেক আগেই বুকিং হয়ে গেছে ঢাকার অনেক কমিউনিটি সেন্টার আর অভিজাত রেস্তোরাঁগুলো।