রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষকে সামনে রেখে নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি
গ্রহন করেছে। এরই ধারাবাহীকতায় আজ ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে
রবীন্দ্র কাহিনী অবলম্বনে চলচ্চিত্র উৎসব। ২৩ নভেম্বর বিকেল ৩টায় এ উৎসবের
উদ্বোধন ঘোষণা করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। অতিথি হিসেব উপস্থিত থাকবেন
চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের এবং শিল্লী আনোয়ার হোসেন। ২৫ নভেম্বর
শুক্রবার সকাল ১০টায় 'রবীন্দ্র সাহিত্য ও বাংলা চলচ্চিত্র' শীর্ষক আলোচনায়
অংশ নেবেন লেখক-চিন্তক সলিমুল্লাহ খান এবং চলচ্চিত্রকার জাহিদুর রহিম
অঞ্জন। নারায়ণগঞ্জের চাষাড়াস্থ শহীদ জিয়া হলে এ উৎসবে আমন্ত্রণ জানিয়েছে নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদ ।