শেনচৌ-৮-এর সাথে থিয়ানকোং একের সাফল্যের সংগে সম্পন্ন হয়েছে। চীনের
মানববাহী মহাকাশ উড্ডয়ণ প্রকল্পের প্রধান পরিচালক ছাং ওয়ান ছুয়ান ৩ নভেম্বর
ভোরবেলায় এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন বিশ্বে তৃতীয় দেশে পরিণত হয়েছে যে দেশ
পুরোপুরিভাবে মহাকাশে সংযোজনের প্রযুক্তি হাতে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ২০১২ সালে চীন শেনচৌ-৯ ও শেনচৌ-১০ নভোযান উত্ক্ষেন করবে এবং তারা
আলাদা আলাদা ভাবে থিয়ানকোং-১ এর সঙ্গে যুক্ত হবে। শেনচৌ-৯ মানব নিয়ে উড্ডয়ন
করবে কিনা তা শেনচৌ-৮-এর কাজ মূল্যয়ন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
শেনচৌ-১০ মানববাহী উড্ডয়ন পালন করবে।