বিজয়ের চল্লিশ বছর পালন করছে বাংলাদেশ। বাংলা ব্লগগুলোতে চলছে বিজয়ের আনন্দ। সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে ১৩টি
ব্লগের অংশগ্রহণে জিয় দিবসে হয়ে গেল বিজয় র্যালি। সকাল থেকেই শাহবাগের
পাবলিক লাইব্রেরির সামনে ব্লগাররা উপস্থিত হতে থাকেন। ভার্চুয়াল জগতের
মানুষগুলোকে বাস্তবে দেখে আড্ডাও জমে ওঠে। ধীরে ধীরে ব্লগার সংখ্যা বাড়ার
সঙ্গে সঙ্গে সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় বিজয় র্যালি। শাহবাগের পাবলিক
লাইব্রেরি থেকে শুরু হয়ে বিজয় র্যালিটি পৌঁছায় কেন্দ্রিয় শহীদ মিনারে।
সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবারো পাবলিক লাইব্রেরিতে ফিরে আসে
র্যালিটি। এ র্যালিতে পঞ্চাশের অধিক ব্লগার অংশগ্রহণ করেছে। র্যালি
শেষে শুরু হয় ব্লগ নিয়ে আড্ডা। আগামী ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস উপলক্ষে
নানা কর্মসূচি নিয়ে শুরু হয় মুক্ত আলোচনা। এতে ব্লগাররা নানা ধরনের
আলোচনা- সমালোচনা সহ তাদের মতামত দেন। ব্লগ দিবসের অন্যতম
উদ্যোক্তা সামহোয়্যারইন ব্লগের হেড অব অ্যালিয়েন্স গুলশান ফেরদৌস জানান, বাংলা ব্লগ দিবস ব্লগারদের। তাদের জন্যই আজ এতো বড়
একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যেভাবে চায় সেভাবেই দিনটি আমরা পালন করতে
চাই। এবছর ১৩ টি ব্লগ এক সঙ্গে একটি প্ল্যাটফর্মে বাংলা ব্লগ দিবস পালন করছে। অংশগ্রহনকারী ব্লগগুলো হচ্ছে: উন্মোচন, একুশে ব্লগ, প্রজন্ম
ফোরাম, কম্পিউটার জগত ব্লগ, মুক্ত ব্লগ, প্রথমআলো ব্লগ, বিডিনিউজ
টুয়েন্টিফোর ডট কম ব্লগ, প্রিয় ব্লগ, টেকটিউনস ব্লগ, দৃষ্টিপাত, ইউনিয়ন
তথ্য ও সেবা কেন্দ্র, সামহোয়্যারইন ব্লগ।