২০ ডিসেম্বর, ২০১১

১৮ বছরের পুতুল

সদ্য ১৮ বছরে পা রাখা বিশ্বের সবচেয়ে ছোট নারি খেতাব পেয়েছে ভারতের নাগপুরের জ্যোতি। ২ফিটের ও কম সাড়ে ২৩ ইঞ্চি লম্বা জ্যোতিকে ১৮ বছর পূর্ণের দিন প্রায় সমান উচ্চতার একটি কেক কেটে গ্রিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডস নাম অন্তভূক্ত করেছে গ্রিনেস বুক কর্তৃপক্ষ। বলিউডে দুটি ছবিতে অভিনয় করতে যাওয়া জ্যোতি জানান, "মানুষকে একটু হাসাতে চাই, একটু খুশি রাখতে চাই। এটাই আমার ইচ্ছা"