৯ জানুয়ারী, ২০১২

বিশ্বে সুন্দর ২টাকা

বাংলাদেশের দুই টাকার নোট। দুই টাকার এই কাগজের নোটটি নির্বাচিত হয়েছে পৃথিবীর সবেচেয়ে সুন্দর ব্যাংকনোট হিসেবে । দ্বিতীয় স্থানে আছে সাও টোমের ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট।তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। রাশিয়ার একটি বিনোদন বিষয়ক অনলাইন্ একটি জরিপ কাজ চালিয়েছে । আর তাতেই বিশ্বের সবচেয়ে সুন্দরতম কাগুজে নোট হিসেবে প্রথম স্থান অধিকার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশে ব্যবহৃত ২ টাকার নোটটি। এ তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লারি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট। অনলাইন পাঠকদের কাছ থেকে মত নিয়ে রিপোর্ট তৈরি করেছে রাশিয়ার বিনোদন আউটলেটটি।