১২ ফেব্রুয়ারী, ২০১৬

চালক বিহীন গাড়ির জন্য নতুন নিয়ম

এবার চালকহীন গাড়ির ড্রাইভারকেও মানতে হবে ড্রাইভিং রুল৷ এমনটাই আইন আনতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শুনে ভাবছেন পাগলের গল্প? তেমন কিন্তু মোটেই নয়৷ একথা নিশ্চয়ই জানা হয়ে গিয়েছে গুগলের বানানো নতুন গাড়িতে চালকের প্রয়োজন হবে না আর৷ আর্টিফিসিয়াল চালকের মাধ্যমেই চলবে গুগলের এই নয়া মোটর৷ মানব চালকের আর প্রয়োজন হবে না, এমনটাও জানানো হয়েছিল সংস্থার তরফে৷ তাই এবার সেই আর্টিফিসিয়াল ড্রাইভারের জন্যও মার্কিন মুলুকে আসতে চলেছে গাড়ি চালানোর নয়া নিয়ম৷ সেই নিয়ম মেনেই চালাতে হবে চালকবিহীন এই গাড়ি৷
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, গুগল এবং অ্যাপেলের মত সংস্থাগুলি উন্নত টেকনোলজির গাড়ি বাজারে আনতে দ্রুততার সঙ্গে এগোচ্ছে৷ প্রযুক্তির উন্নতি এমন পর্যায় পৌছচ্ছে যে আগামী কতদিন দেশের রাস্তায় মানব চালকের খোঁজ পাওয়া যাবে তাই নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে৷
আর সেই জন্যই দেশে ট্রাফিক নিয়ম সঠিক রাখতে আর্টিফিসিয়াল চালকের জন্যও গাড়ি চালানোর নতুন নিয়ম আনতে চলেছে মার্কিন প্রশাসন৷ এনএইচএসটিএসএ-র তরফে বলা হয়েছে, আগামি ৬ মাসের মধ্যেই তৈরি হবে আর্টিফিসিয়াল চালকের গাড়ি চালানোর নতুন বিধি৷
দেশের ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে মার্কিন প্রশাসনের এই নয়া বিধি কতটা কার্যকর হয়, এখন তা দেখার বিষয়৷