গুলতেকিনকে আমি কখনো দেখিনি, কথাও হয়নি। কিন্তু গুলতেকিনের গল্প শুনতাম প্রিয় প্রজন্মে সাংবাদিকতা করতে আসা তামান্নার মুখে। ছেলেমেয়েগুলো বড় হবার পর আবার পড়াশুনায় ফিরেছিলেন গুলতেকিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন। তামান্না-কাকলি-গুলতেকিন এরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হুমায়ুন আহমদের বিয়ে পাগলামোতে জর্জরিত গুলতেকিন আবার চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে! বিদেশে। ঝিনুক নীরবে সহে'র মতো বিরল সহিষ্ণু একজন নারী গুলতেকিন।
সব সহ্য করেছেন একা। কাউকে কিছু বুঝতে দেননি।ঢোল পিটিয়ে কোথাও বলেনওনি। গুলতেকিন বললে কিছু অনেক সামাজিক সমস্যায় পড়ে যেতেন হুমায়ুন আহমদ! প্রিন্সিপাল ইব্রাহিম খা'র নাতনি গুলতেকিন মেয়েবেলা থেকেই ছড়া-কবিতা লিখতেন। তিনি আবার লেখার জগতে সাড়ম্বরে ফেরায় অভিনন্দন। -ফজলুল বারী
সব সহ্য করেছেন একা। কাউকে কিছু বুঝতে দেননি।ঢোল পিটিয়ে কোথাও বলেনওনি। গুলতেকিন বললে কিছু অনেক সামাজিক সমস্যায় পড়ে যেতেন হুমায়ুন আহমদ! প্রিন্সিপাল ইব্রাহিম খা'র নাতনি গুলতেকিন মেয়েবেলা থেকেই ছড়া-কবিতা লিখতেন। তিনি আবার লেখার জগতে সাড়ম্বরে ফেরায় অভিনন্দন। -ফজলুল বারী