বিশ্বে
ভেনেজুয়েলার মারাকাইবো লেক হল এমন একটি স্থান যেখানে সব থেকে বেশি সময়
বিদ্যুৎ চমকাতে ও বাজ পড়তে দেখা যায়। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই
ভেনেজুয়েলার মারাকাইবো লেকের আকাশে বজ্রপাত হয়। যার কারণে, গিনেস বুকে
ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় একটি স্থানও অর্জন করে ফেলেছে ভেনেজুয়েলার
মারাকাইবো লেক। হিসেবে দেখা গিয়েছে মিনিটে এখানে গড়ে প্রায় ২৮ বার বাজ
পড়ে। কিন্তু কেন এমনটা হয়, তা নিয়ে বিশদ গবেষণা করেও কোনও সঠিক কারণ জেনে
উঠতে পারেননি বিজ্ঞানীরা।
তবে হার মানতেও নারাজ তাঁরা। চেষ্টা করছেন জানার,
কেবল ভেনেজুয়েলার মারাকাইবো লেকেই এমনটা কেন হয়? আর সেই জন্যই নাসা থেকে
একটি স্যাটেলাইট ভেনেজুয়েলার মারাকাইবো লেকের ওপর নজরদারি করার জন্য
ব্যবহার করা হচ্ছে, যাতে এই বজ্রপাতের কারণ বোঝা যায়।