
মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববীর উন্মুক্ত আঙ্গিনার অটোমেটিক সামিয়ানা ফিলার। যা সুইচের মাধ্যমে ছাতার মতো উন্মুক্ত করা যায় আবার প্রয়োজনে গুটিয়ে রাখা যায়।
এছাড়াও মদিনার শহরের সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো এবং ওয়েল ডেকোরেট। মসজিদে নববি ছাড়াও এ শহরে রয়েছে মদিনার প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’ এবং কিবলা পরিবর্তনের মসজিদ, ‘মসজিদে ক্বিবলাতাইন’। এ সব কিছুর ছবি ও ভিডিও পাঠকদের জন্য তুরে ধরা হলো-
মসজিদে নববির আঙ্গিনায় ফিলার- যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা-

মসজিদে নববির আঙ্গিনায় সামিয়ানার ফুটেজ-


উপর থেকে মসজিদে নববির ফুটেজ-



মসজিদে নববির রাতে ফুটেজ

মদিনা শহরে অবস্থতি মসজিদে কুবা-

মসজিদে ক্বিবলাতাইন-
