৩৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার
৮৩০ জন। বুধবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করে পিএসসি। পিএসসির জনসংযোগ
কর্মকর্তা ডায়না সীমা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা
অনুষ্ঠিত হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি
নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।