১৮ সেপ্টেম্বর, ২০১০

তালাচাবি

তারেক মাহমুদ

টিপ দিলেই তুমি বন্ধ হয়ে যাও তালা
চাবি ছাড়া তুমি গহীণ বন্দীশালা

তোমার দেহে চাবি ঘোরালেই
জেগে ওঠো তুমি প্রিয়ে
খোলো দরোজা জানালা
বাতি আলো সব জ্বেলে দিয়ে

চাবির মাথায় কোন ম্যাজিকের মন্ত্র
তার ঘষাতেই প্রাণ পায় নিথর জড় যন্ত্র

চাবি দিয়ে খোলো তুমি তালা
তারপর বাড়াও যত জ্বালা

বন্ধ তালা সে তো ঘুমন্ত সুখ
এতো বেদনা ধরে রাখে চাবির মুখ

এতো সাধের নির্জণতা যখন এলো
তালার সাথে সাবধানে চাবি খোলো

২৪.০৬.২০০৬. সাউন্ডপিকচার, মালিবাগ।