তারেক মাহমুদ
বসে আছি আমার অপেক্ষায়
প্রায় ১৫/১৬ বছর ধরে নিজের অপেক্ষায় বসে আছি
এই শহরের ময়লা ফেলার জায়গাগুলোতে
তৈরি হলো ঝকঝকে কার্পেটিং রাস্তা
তবু বসে আছি
যে রাস্তার পাশে শহরের সমস্ত ময়লা জমা হতো
সেই মুগদা থেকে মানিকনগর যাওয়ার সময়
পথচারীরা নাকে কাপড় দিতো
এখন সেখানে দামী স্টেডিয়াম
স্টেডিয়ামের গায়ে সাঁটানো দামী বিলবোর্ড
তবুও বসে আছি
প্রায় প্রতিদিন ব্যাংকের নতুন নতুন শাখা খোলা হচ্ছে
ডলারের মূল্য বাড়ছে
নতুন নতুন পত্রিকা চ্যানেল প্রচার হচ্ছে
পত্রিকার শরীরে চ্যানেলের বুকের মধ্যে নতুন মডেলরা ওম দিচ্ছে
তবু বসে আছি
বাড়ছে ডেভেলপার, হাউজিং কমপ্লেক্স
দামী গাড়ি, নতুন রাজনৈতিক দল, ভিখেরী, খারাপ লোক
তবু বসে আছি
কখন আমার আসবার সময় হবে সেই অপেক্ষায় এই আমি বসে আছি
প্রায় ১৫/১৬ বছর ধরে বসে আছি
এখন মনে হচ্ছে পৃথিবীর জন্মের আগে থেকেই বসে আছি
চোখের সামনে কতোজন এলো গেলো, শুধু আমার আসবার সময় হলো না
আমি কি কখনো আসবো
আমি কি কখনো ফিরে পাবো আমাকে?
১২.০৯.২০০৬, সাউন্ডপিকচার, মালিবাগ।