২১ নভেম্বর, ২০১০

নোবেল পুরস্কার হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়েছে

নোবেল পিস প্রাইজ কমিটি বলেছে, এ বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী চীনা ভিন্ন মতাবলম্বী লিও জিয়াবাও’র পরিবারের কেউই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। এ কারণে পুরস্কার হস্তান্তর করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।  নরওয়েজিয়ান নোবেল  কমিটির সক্রেটারি গেইর লুনদেসতাদ বলেছেন, ১০ ডিসেম্বরে অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিও’র পক্ষে পুরস্কার গ্রহণের জন্য অন্য কারো নাম ঘোষণা করা হয় নি। নিয়ম অনুযায়ী বিজয়ী নিজে অথবা পরিবারের ঘনিষ্ঠ কেউ তার পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করতে পারেন। এবারের পুরস্কার বিজয়ী লিও বর্তমানে জেলে বন্দী আর তার স্ত্রীও গৃহবন্দী অবস্থায় আছেন। সেই কারণেই এ অনিশ্চয়তা। চীন বিভিন্ন দেশকে এ অনুষ্ঠানে তাদের প্রতিনিধি না পাঠাতে চাপ প্রয়োগ করছে। ইতিমধ্যে ৫টি দেশ তাদের প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে। দেশগুলো হল- রাশিয়া, কিউবা, কাজাখস্তান, মরক্কো এবং ইরাক। (সূত্র: ইন্টারনেট)