সেলুলয়েডে ইরাক যুদ্ধ
এক অসম এবং অন্যায় যুদ্ধের নাম ইরাক যুদ্ধ যা সেকেন্ড গালফ ওয়ার নামে পরিচিত এই যুদ্ধে বলি হয়েছে অসংখ্য প্রাণ। নয় বছর ধরে চলে আসা এই যুদ্ধে অসহায় ইরাকী জনগণ তো বটেই, প্রাণহানীর সেই দীর্ঘ তালিকায় হাজার হাজার মার্কিন সেনার নামও রয়েছে। শুরু থেকেই বিশ্ব মানবতার ধিক্কার ও সমালোচনা অগ্রাহ্য করে মার্কিন সরকার চালিয়ে এসেছে এই যুদ্ধ। পৃথিবীর সব অংশের সকল শ্রেণীর মানুষই এর প্রতিবাদ করেছে। ক্যামেরাকে অস্ত্র বানিয়ে সেলুলয়েডের ফিতায় সেই একই প্রতিবাদনামা লিখতে এতটুকু পিছপা হয়নি হলিউডবাসীরাও। সেরকমই ৫টি সাড়াজাগানো হলিউডি ছবি নিয়ে গ্লিটজের এবারের হলিউড আয়োজন।‘দ্যা হার্ট লকার’
‘যুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষ মানুষকে উন্মত্ত করে তোলে, কারণ যুদ্ধ আসলে এক ধরনের নেশা’- ক্রিস হেজেসের ২০০২ সালের বেস্ট সেলিং বই ‘ওয়ার ইজ আ ফোর্স দ্যাট গিভস আস মিনিং’ এর এই উক্তিটি দিয়ে শুরু হয় ২০০৯ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত ছবি ‘দ্যা হার্ট লকার’। মার্কিন সেনাবাহিনীর একটি বম্ব স্কোয়াডের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে শেষ পর্যন্ত ফুটে উঠেছে মানুষের নিষ্ঠুরতার বিপরীতে মানবতার করুণ পরাজয়ের চিত্র। এই করুণ কাহিনীর অসাধারণ চিত্রায়নের কারণে ছবিটি জিতে নেয় সেরা ছবি, সেরা পরিচালক সহ ছয়টি অস্কার।