সোমবার কম্বোডিয়ায় পানি উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। কয়েক শ’ লোক আহত হয়েছে । কম্বোডিয়ার কর্মকর্তারা এ কথা জানান। তারা আরও জানান, রাজধানী ফেনম পেনহ’র ডায়মন্ড দ্বীপে সোমবার তিনদিনব্যাপী পানি উৎসব শুরু হয়। এর অংশ হিসেবে
টেঙ্গল সেপ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কয়েক হাজার মানুষ একটি সেতু ও এর পাশের সড়কগুলোতে জড়ো হন। হঠাৎ জনা দশেক লোক জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি শুরু করে দেন। অনেকে লাফিয়ে পানিতে পড়ে। সেতুতে পদদলিত হয়ে বিকেল পর্যন্ত ৩৪৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। এ উৎসবে প্রায় ২০ লাখ লোক সমাগম হওয়ার কথা ছিল। (সূত্র: ইন্টারনেট)