২০ নভেম্বর, ২০১০
ইউরোপের ১৩ টি দেশে ছড়িয়ে পড়েছে 'সুপার সুপারবাগ'
ভারত থেকে ব্রিটেন হয়ে এখন ইউরোপের মোট ১৩ টি দেশে ছড়িয়ে পড়েছে এন্টিবায়োটিক প্রতিরোধকারী সুপারবাগএনডিএম-ওয়ান। যাকে 'সুপার সুপারবাগ' আখ্যা দিয়েছেন ইউরোপের এক রোগ বিশেষজ্ঞ। ভারত থেকে ছড়িয়ে পড়া সুপারবাগ প্রথম ব্রিটেনে ধরা পড়ে আগস্টে। আর এখন ব্রিটেনসহ ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও অন্যান্য আরো কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এনডিএম-ওয়ান সুপারবাগ। ২০০৮ ও ২০১০ সালের মধ্যে এর বিস্তার ঘটেছে। এ বাগে আক্রান্ত হওয়া অনেককে ইতোমধ্যে শনাক্তও করা হয়েছে। বুধবার একথা জানিয়েছেন ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) রোগ বিশেষজ্ঞ ডোমিনিক মনেট। সবচেয়ে শক্তিশালী এন্টিবায়োটিক 'কারবাপেনেমস' প্রতিরোধকারী এনডিএম-১ কিংবা নয়া দিল্লি মেটালো-বেটা-ল্যাকটামেজ ও এ ধরনের অন্যান্য বাগের প্রাদুর্ভবে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন মনেট। তিনি এ বাগকে কেবল সুপারবাগ বলতে নারাজ। তার মতে এটি 'সুপার সুপারবাগ'। এ ব্যাপারে মনেট বলেন, জানি, মানুষ এনডিএম-ওয়ান কে সুপারবাগ বলছে। কিন্তু আমি বলব এর মতো ব্যাকটেরিয়া সুপারবাগের চেয়েও শক্তিশালী। আর তাই এটাকে আমরা সুপার সুপারবাগ বলছি। তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকেই হাসপাতালে এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বশেষ চেষ্টা হিসাবে কারবাপেনেমস এর ওপরই ডাক্তাররা নির্ভর করে আসছে। কিন্তু তিনি জানান, সম্প্রতি এমন এক ব্যাকটেরিয়া আক্রান্ত একজন রোগীকে পাওয়া গেছে যাকে কারবাপেনেম দিয়ে চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ব্রিটেনে প্রায় দুইতৃতীয়াংশ মানুষই এ বাগ আক্রান্ত হয়েছে এবং সংক্রমিত ৭ জন রোগী মারা গেছে। উল্লেখ্য, এনডিএম-ওয়ান হচ্ছে ব্যাকটেরিয়ার এক ধরনের জিন যেটি পরিবর্তিত হয়ে প্রায় সব ধরনের এন্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে। (সংগৃহিত)