২৮ নভেম্বর, ২০১০

কৃষকের সাথে বীজ নিয়ে প্রতারনা করেছে সিনজেন্টা কোম্পানি


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার টমেটো চাষীদের ক্ষতি ২শ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, সিনজেন্টা কোম্পানির নিম্নমানের হাইব্রিড সবল (এফ-১) জাতের বীজ ব্যবহার করে এ ক্ষতির সম্মুখিন হয়েছে কৃষকরা।  সিনজেন্টার নিম্নমানের বীজ রোপণের কারণে এবার ক্ষেতে টমেটোর গাছ গজালেও ফলন প্রায় শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। জানা যায়, কয়েক বছর ধরে সিনজেন্টা কোম্পানির আমদানিকৃত হাইব্রিড ‘সবল’ জাতের বীজ থেকে উৎপাদিত টমেটোর ফলন ভালো এবং পাকানো টমেটো পরিবহনে সহজ হওয়ায় ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কৃষকদের চাহিদার সুযোগে সিনজেন্টা কোম্পানি ও পরিবেশক এ বছর মৌসুমের শুরুতেই বীজের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বেশি দামে আগাম বীজ বিক্রি করে। (সূত্র: ইন্টারনেট)