২৮ নভেম্বর, ২০১০
'সূর্য'র একজন দাবিদার পাওয়া গেছে
আমাদের সৌরজগতের 'সূর্য' নামক নক্ষত্রটির মালিকানার একজন দাবিদার পাওয়া গেছে। স্পেনের গ্যালিসিয়া এলাকার অ্যাঞ্জেলেস ডুরান নামের এক নারী দাবি করেছেন, তিনি সূর্যের মালিক। স্থানীয় নোটারি পাবলিক অফিসে তিনি সূর্যকে নিজের সম্পত্তি হিসেবে রেজিস্ট্রি করছেন। ডুরান নিজেই গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
স্পেনের ডেইলি এল মানদো পত্রিকাকে ডুরান জানান, পত্রিকা মারফত তিনি জানতে পান, আমেরিকার এক নাগরিক চাঁদসহ সৌরজগতের বেশির ভাগ গ্রহ-উপগ্রহের মালিকানা রেজিস্ট্রি করেছেন। এরপরই গত সেপ্টেম্বরে সূর্যের মালিক হওয়ার উদ্যোগ নেন তিনি। ডুরান জানান, নক্ষত্র বা গ্রহের মালিকানার বিষয়ে আন্তর্জাতিক একটি চুক্তি আছে। এতে বলা হয়েছে, কোনো দেশ গ্রহ বা নক্ষত্রের মালিকানা দাবি করতে পারবে না। কিন্তু একজন ব্যক্তির এসবের মালিক হওয়া না হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।
ডুরান বলেন, 'আমি সূর্যের মালিকানা দাবি করেছি। যে কেউই তা করতে পারত। কিন্তু আমিই আগে করেছি।' নোটারি পাবলিকের ঘোষণাপত্রে বলা হয়েছে, 'ডুরানকে পৃথিবী থেকে প্রায় ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার দূরে অবস্থিত সূর্য নামক নক্ষত্রের মালিক ঘোষণা করা হলো।'
ডুরান বর্তমানে স্পেনের সালভাতেরা দো মিনো শহরে বসবাস করছেন। তিনি শুধু সূর্যের মালিকানাই দাবি করেননি, তিনি এ থেকে অর্থ উপার্জনেরও চিন্তা করছেন। যারা সূর্যের সুযোগ-সুবিধা পাচ্ছে, তাদের কাছ থেকে ফি হিসাবে অর্থ আদায় করবেন বলে জানিয়েছেন ডুরান। (সূত্র : এএফপি। তথ্য:কালের কন্ঠ)