২৯ নভেম্বর, ২০১০

হরতালের পূর্বেই ১১ গাড়িতে অগুন, ককটেল বিস্ফোরণ

undefined  বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে বিপুল উৎসাহের সাথে ১১টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। নিউ এলিফ্যান্ট রোডে হরতাল সমর্থক ৫/৬ জন যুবক যাত্রীদের নামিয়ে একটি ট্যাক্সিক্যাবে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১২ থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে মিরপুর-১০ এলাকায় বাসটিতে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। এছাড়া আজ রাত ৮টার দিকে- নীলক্ষেতের কাছে  প্রাইভেট কারে, সায়েন্স ল্যাবরেটরি প্রধান ফটকের সামনে ট্যাক্সিক্যাবে, বিমানবন্দর এলাকার বনরূপায় যাত্রীবাহী বাসে, রাত ৯টায় কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ওভার ব্রিজের নিচে যাত্রীবাহী বাসে, কল্যাণপুরে বিআরটিসি বাসে, গুলশান থানা শুটিং ক্লাবের কাছে মিনিবাসে এবং সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে একটি ট্যাক্সিক্যাবে (ঢাকা মেট্রো-প-১৪-৫৩৩০) অগ্নিসংযোগ করা হয়। বিএনপির ডাকা আগামীকালের হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, উপাচার্য ভবনের পাশে, ফুলার রোড, শাহবাগ মোড় এবং ঢাকা সিটি কলেজের সামনে পৃথক পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। (সূত্র: অনলাইন)