৮ ডিসেম্বর, ২০১০

ফুলবাড়ীর উম্মুক্ত কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ

বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীর উম্মুক্ত কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে সোমবার লন্ডনে বিক্ষোভ করেছে ব্রিটেনে বসবাসরত অভিবাসী বাঙালিসহ অন্যান্য বর্ণের মানুষ।  কয়লাখনিতে কর্মরত এশিয়া এনার্জি কোম্পানীর (নতুন নাম ‘জিসিএম’) এশিয়া এনার্জির বার্ষিক সাধারণ সভার  সামনে এই বিক্ষোভ প্রদর্শন করে। বাংলাদেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি, ব্রিটেন সোশালিস্ট পার্টি ও লন্ডন মাইনিং নেটওয়ার্কের সহযোগিতায় প্রটেক্ট রিসোর্সেস অব বাংলাদেশ এই বিক্ষোভের আয়োজন করে।  প্রচন্ড শীত উপেক্ষা করেও পূর্ব-ঘোষিত সময় অনুযায়ী সোমবার সকাল সাড়ে দশটার আগেই বিক্ষোভকারীরা টাওয়ার হিলের ডিএলআর স্টেশনের সামনে সমবেত হয়।