৮ ডিসেম্বর, ২০১০
২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০
নরসিংদী রেলস্টেশনে বুধবার বিকাল পৌনে পাচটার দিকে যাত্রীবাহী ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা: ৭.০০টা) ১০ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় আহতদের নরসিংদী সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা হতাহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।পুলিশ ব্যাপক নিরাপত্তায় ঘিরে রেখেছে স্থানটি। ঢাকা থেকে উদ্ধার কাজে নিয়োজিত একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। নরসিংদী রেল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন ‘মহানগর’ ও চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মেইল ট্রেন ‘চট্টলা’ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। (সূত্র: অনলাইন, ছবি: শীর্ষনিউজ ডটকম)