রাজধানীতে ও বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহিয়ষী এই নারীর আদর্শকে স্মরণ করছে। ১৯০৫ সালে রোকেয়া ইংরেজীতে লিখলেন তার বিখ্যাত গ্রন্থ Sultana`s Dream। ১৯০৮ সালে Sultana`s Dream বই আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে বইটি বাংলায় ‘সুলতানার স্বপ্ন’ নামে রূপান্তরিত হয়েও প্রকাশিত হয়। এই বইটিকে বিশ্বের নারীবাদি সাহিত্যে একটি মাইল ফলক হিসেবে গণ্য করা হয়। তার অন্যান্য গ্রন্থ গুলো হলো ‘অবরোধবাসিনী’, ‘মতিচুর’, ‘পদ্মরাগ’। কিংবদন্তীর পক্ষ থেকে এই কিংবদন্তী মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা।
৯ ডিসেম্বর, ২০১০
আজ রোকেয়া দিবস
রাজধানীতে ও বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহিয়ষী এই নারীর আদর্শকে স্মরণ করছে। ১৯০৫ সালে রোকেয়া ইংরেজীতে লিখলেন তার বিখ্যাত গ্রন্থ Sultana`s Dream। ১৯০৮ সালে Sultana`s Dream বই আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে বইটি বাংলায় ‘সুলতানার স্বপ্ন’ নামে রূপান্তরিত হয়েও প্রকাশিত হয়। এই বইটিকে বিশ্বের নারীবাদি সাহিত্যে একটি মাইল ফলক হিসেবে গণ্য করা হয়। তার অন্যান্য গ্রন্থ গুলো হলো ‘অবরোধবাসিনী’, ‘মতিচুর’, ‘পদ্মরাগ’। কিংবদন্তীর পক্ষ থেকে এই কিংবদন্তী মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা।