সম্প্রতি ইরানের সংস্কৃতি ও ইসলামী গাইডেন্স মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কাঠে খোদাই করা পবিত্র কুরআনের প্রদর্শন করা হয়েছে। প্রায় ১২ কিলোগ্রাম ওজনের এই কোরআনের দৈর্ঘ্যে ৪৫ সেন্টিমিটার আর প্রস্থে ৩৫ সেন্টিমিটার। এটি ডিজাইন এবং প্রস্তুত করেছেন মহসেন ফুলাদি। তিনি দিনে ১২ ঘণ্টা পরিশ্রম করে দীর্ঘ দুই বছরে তৈরি করেছেন এই কুরআনটি। পৃথিবীতে এ ধরনের কাজ এটাই প্রথম। মহসেন আশা প্রকাশ করে বলেন, ‘কোরআনটিকে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে।’ (সূত্র: অনলাইন)