৭ ডিসেম্বর, ২০১০

লালনের জীবনদর্শন খুবই প্রাসঙ্গিক: পরিচালক গৌতম ঘোষ

বর্তমান অস্থির বিশ্বে সহিষ্ণুতা রক্ষার জন্য লালনের  জীবনদর্শন খুবই প্রাসঙ্গিক। এ ভাবনা থেকেই মনের মানুষ নির্মাণ করেছি। সোমবার ছবিটির আন্তর্জাতিক পুরস্কার অর্জন এবং প্রসেনজিতের আগমন উপলক্ষে চ্যানেল আই ভবনে বেলা ১২টায়  সংবাদ সম্মেলনে ছবির পরিচালক গৌতম ঘোষ এ কথা বলেন। প্রসেনজিৎ বলেন, মনের মানুষের মতো ছবিতে অভিনয় করতে পারা একজন অভিনেতার জন্য আর্শীবাদস্বরূপ| সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে মনের মানুষ দেখছে। প্রসেনজিত আরো বলেন, আমার স্ত্রী সাধারণত আমার অভিনীত কোনো ছবি দেখে না। কিন্তু মনের মানুষ ছবিতে আমার অভিনয় দেখার পর সে আমাকে অনুরোধ জানায় আমি যাতে আর অন্য কোনো ছবিতে অভিনয় না করি। স্বভাবতই এ ছবিতে অভিনয়ের পর আমার দায়িত্ব বেড়ে গেছে। এ ছবিতে অভিনয়ের জন্য ছয়-সাত মাস ধরে আমি চুল-দাড়ি কাটিনি। এমনকি এ সময় অন্য কোনো বাণিজ্যিক ছবিতেও অভিনয় করিনি। আমি মনে করি, আজ থেকে ২০ বছর পরও সবাই মনের মানুষ দেখবে।  গত ৩ ডিসেম্বর একসঙ্গে বাংলাদেশ ও ভারতের একশ প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পায়। ৫২’র পর এই প্রথম দুই বাংলায় এক সঙ্গে মনের মানুষ মুক্তি পেয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষের মনের মানুষ ইতিমধ্যে ভারতের ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। (সূত্র: অনলাইন)