৯ ডিসেম্বর, ২০১০

পুলিশ বিভাগ দুর্নীতিগ্রস্ত: টিআইবি

পুলিশ বিভাগ সর্বাধুনিক দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের মধ্যে  পুলিশের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও বিচার বিভাগ।টিআইবি'র এক সমীক্ষায় এ চিত্র বের হয়ে এসেছে।
বৃহস্পতিবার ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এই সমীক্ষা প্রতিবেদনের বিভিন্ন বিষয় পড়ে শোনান টিআইবির নির্বাহী পরিচালক। উপস্থিত ছিলেন- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ এবং টিআইবির কর্মকর্তারা।
‘গ্লোব্যাল করাপশন ব্যারোমিটার’ শীর্ষক সংস্থাটির  ওই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী উত্তরদাতাদের প্রতি ১০ জনের মধ্যে ৮ জন রাজনৈতিক দলসমূহকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মত দিয়েছেন। অথচ বাংলাদেশে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন পুলিশ বাহিনীকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন। এই জরিপে তথ্যদাতা নাগরিকদের রাজনৈতিক দল, জনপ্রশাসন, শিক্ষা ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ,
সংসদ/আইনসভা, গণমাধ্যম, বেসরকারি খাত, সামরিক বাহিনী, এনজিও এবং ধর্মীয় সংগঠন- এই ১১টি খাতে দুর্নীতির মাত্রা চিহ্নিত করতে বলা হয়েছিলো। বাংলাদেশ ও বিশ্বের ৮৬টি দেশের ৫১ হাজারের বেশি মানুষের উপর পরিচালিত এই জরিপে সাধারণ ঘুষ, জন-প্রতিষ্ঠানে দুর্নীতি সম্পর্কে জনধারণা এবং দুর্নীতি প্রতিরোধে জনগণের আস্থা কোন প্রতিষ্ঠানের ওপর কতটুকু- এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে। (সূত্র: অনলাইন)