১০ ডিসেম্বর, ২০১০

জিয়াবোর শূন্য চেয়ারেই নোবেল পুরুস্কার

আজ সন্ধ্যায় নরওয়ের রাজধানী অসলোতে হয়ে গেলো নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, চীনা ভিন্নমতাবলম্বী লেখক লিউ জিয়াবো কারাবন্দি আর তার স্ত্রীকে করে রাখা হয়েছে গৃহবন্দি। তাই নোবেল শান্তি পুরুস্কার তুলে দেয়া হলো মঞ্চ থেকে একটু দূরে রাখা জিয়াবোর শূন্য চেয়ারেই। গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের অনুপস্থিতিতে অনুষ্ঠান ছিল অনেকটাই নিষ্প্রাণ। জিয়াবো না থাকলেও তার জন্য একটি চেয়ার খালি ছিল। এর আগে ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক ও শান্তিবাদী কার্ল ভন ওসিয়েজস্কি , ১৯৭৫ সালে রাশিয়ার ভিন্নমতাবলম্বী লেখক আন্দ্রেই শাখারভ,১৯৮৩ সালে পোল্যান্ড সলিডারিটি নেতা লেসওয়ালেসা এবং ১৯৯১ সালে মিয়ানমারের গনতন্ত্র পন্থী নেতা অং সান সূচিকে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দেননি স্ব-স্ব দেশের সরকার প্রধানগণ। নোবেল কমিটি অক্টোবরে জিয়াবোকে এ পুরস্কারে ভূষিত করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় চীনের শাসকরা। (সূত্র: অনলাইন)