৬ ডিসেম্বর, ২০১০

সাংবাদিকতা এখন আর আগের মতো নেই : কামাল লোহানী

সাংবাদিক কামাল লোহানী বলেছেন, এখন শিল্পগোষ্ঠীর মালিকরা তাদের সম্পদ পাহারার কাজে পত্রিকা বের করছেন, অথচ এক সময় বিজ্ঞ, জ্ঞানী আর অভিজ্ঞ জনারাই পত্রিকার সম্পাদক হতেন। সাংবাদিকতা এখন আর আগের মতো নেই। যশোর প্রেসক্লাবে লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সোমবার দুপুরে। দলীয় মানসিকতা পরিহার করে দেশ ও দশের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেম থাকলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। যেমন হয়েছিল ১৯৭১ সালে। চট্টগ্রাম বেতারের রাশেদ নামে এক তরুণ অপারেটর বড় বড় ইঞ্জিনিয়ারের সহায়তা বা ক্যাটালগ ছাড়াই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আগরতলায় বেতারের যন্ত্রাংশ রি ইনস্টল করেছিলেন। যা তৎকালীন দিল্লি রেডিওর চিফ ইঞ্জিনিয়ার ও মন্ত্রী দেখে বিস্মিত হয়েছিলেন। যদিও সেই বীর ও প্রতিভাবান তরুণকে আমরা মনে রাখিনি।
ক্ষমতাসীন দল ও মহাজোটের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভোটাররা আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে যে আশায়, তা বাস্তবায়ন করুন। (সূত্র: অনলাইন)