১৯৮২ সাল থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত সামরিক শাসক হিসেবে দীর্ঘ ৯ বছর দেশ শাসন করেন এইচ এম এরশাদ। সে সময় এরশাদের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী ও জামায়াতসহ দেশের অন্যান্য রাজনৈতিক দল দুর্বার আন্দোলন গড়ে তোলে। অবশেষে গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিন জোটের রূপরেখা অনুযায়ী এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ১৯৯০ সালের এদিনে স্বৈরাশাসক এইচ এম এরশাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল।