২ ডিসেম্বর, ২০১০

নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ও নজরুলের ভাস্কর্য



বাংলা সাহিত্যের দুই কিংবদন্তী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দুইটি পূর্ণ অবয়ব ভাস্কর্য বাংলা একাডেমীর প্রবেশ পথের দুই পাশে স্থাপন করা হবে। বাংলা একাডেমীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বাংলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এ দু’টি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথা জানান। প্রতিষ্ঠার প্রায় অর্ধশতক পর বাংলা একাডেমীতে নির্মিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পূর্ণ অবয়ব ভাস্কর্য। আগামী বছরের মধ্যেই ফটকের দুই পাশে এদু’টি ভাস্কর্য স্থাপনের কাজ শুরুর চিন্তাভাবনা রয়েছে একাডেমীর প্রাথমিক পরিকল্পনায়।  যদিও এখনো ভাস্কর্য দুটি নির্মাণের জন্য এখনও কোন ভাস্কর নির্ধারণ করা হয়নি। তবে এর নির্মাণ কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান একাডেমীর মহাপরিচালক। (সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম)