বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বালু দিয়ে তৈরি করা হয়েছে ৭ বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ। প্রতীকী এ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী বালিয়াড়িতে ৭ বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ তৈরি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজয়ের এ ভাস্কর্য উৎসব ১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবসে শুরু হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত সকলের জন্য এ স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে। কাঠের ভিত্তির উপর বালি আর পানি দিয়ে তৈরি করা হয়েছে ৯ ফুট উচ্চতার এই জাতীয় স্মৃতিসৌধ। তৈরি করা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের, সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ-এর ভাস্কর্য । মঙ্গলবার বীরশ্রেষ্ঠ ও জাতীয় স্মৃতিসৌধের ভাস্কর্য উদ্বোধন করা হয়। (সূত্র: অনলাইন)