মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিদেশি নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করার কথা ছিলো। জাপান ও লিবিয়ায় সৃষ্ট পরিস্থিতির কারণে এ সংবর্ধনা স্থগিত করা হয়েছে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২৬ মার্চের অনুষ্ঠানে ওইসব বিশিষ্ট বিদেশি নাগরিকদের নাম ঘোষণা করা হবে। পরবর্তী যে কোনো সময় বাংলাদেশে এনে তাদের হাতে সম্মাননাপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সূত্র: অনলাইন)