গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়ার আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট ৮ মার্চ খারিজ করে হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে ড. ইউনুসের পক্ষে আপীল করা হয়। আজ মঙ্গলবার সেই আপীলের শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিলো। আপীল বিভাগে ড. ইউনূসের পক্ষে করা আবেদনের (সিএমপি) শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। সকাল সোয়া ৯ টার দিকে শুনানি শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যে শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়। এর আগে ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ড. ইউনূসের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে শুনানির জন্য ১৫ মার্চ তারিখ নির্ধারণ করেছিলেন। ওইদিন সকালেই ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সংশ্লিষ্ট শাখায় দু`টি আপিল আবেদন দাখিল করেন। (সূত্র: অনলাইন)