১৩ মার্চ, ২০১১

১৫ মার্চ থেকে আদম শুমারী : প্রচার নেই

আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে আদম শুমারী শুরু হচ্ছে। অথচ এ নিয়ে তেমন কোন প্রচার প্রসারের ব্যবস্থা নেই। দেশের প্রায় ৭০ শতাংশ লোক এখনও জানে না এই আদম শুমারীর কথা। শুধুমাত্র মোবাইল ফোন কোম্পানির মাধ্যমে একটি এস.এম.এস দিয়ে জানানো হচ্ছে আগামী ১৫ তারিখ থেকে আদম শুমারী। অথচ দেশে বেশিরভাগ মানুষ এই এস.এম.এস সম্পর্কে তেমন আগ্রহী না। টেলিভিশন চ্যানেলগুলোতে বা রেডিওতে তেমন কোন বিঞ্জাপন প্রচার করা হয়নি। জানানো হয়নি এর সু-স্পষ্ট সময় সূচীও। কখন গনণা কাজ শুরু হবে, দিনে না রাতে গনণা কাজ করা হবে এ বিষয়ে কোন প্রচার চালানো হয়নি। এতো বড় একটি কাজ নিয়ে সরকারের এহেন উদাসিনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। (কিংবদন্তী ডেস্ক)