১৩ মার্চ, ২০১১

বিশ্বের সবচেয়ে বয়সী নারী

জর্জিয়ার বেসি কুপার বিশ্বের সবচেয়ে বয়সী নারীর খেতাব পেলেন। বর্তমানে তার বয়স ১১৪ বছর ছয় মাস। আর এ কারনেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ে তার নাম উঠেছে।  গিনেস বুকে নাম লেখানো এর আগের রেকর্ডধারী সবচেয়ে বয়সী নারী টেক্সাসের ইউনাইস স্যানবর্ন গত মাসে মারা গেছেন। এরপরই এখন বেসি কুপার বিশ্বের সবচেয়ে বয়সী নারী। বেসি কুপারের এই দীর্ঘদিন বাঁচার কারন এটা তাদের বংশগত বিষয়। কুপারের চার ছেলেমেয়ে। নাতি-নাতনির সংখ্যা অনেক। ইদানিং তিনি একটু কম শোনেন এবং চোখে কম দেখেন। (সূত্র: অনলাইন)