মঙ্গলবার বিকেলে
লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পঁচা কোড়ালিয়া এলাকায়। মঙ্গলবার বিকাল ৪টার দিকে হঠাৎ আগুন লাগে। দমকল কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় ৮ একর এলাকার বন
জুড়ে এখন পর্যন্ত আগুন জ্বলছে বলে বন বিভাগ জানিয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দমকল কর্মীরা আগুন কবলিত এলাকার
চতুর্দিকে পড়ে থাকা শুকনো পাতা সরিয়ে ফেলেছে। এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে এ
এলাকায় দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গত ১ মার্চ রাতে পঁচা কোড়ালিয়ার
পার্শবর্তী নাংলী এলাকায় অগ্নিকাণ্ডে দুই একর বনের গাছ পুড়ে ছাই হয়ে
যায়। এখন পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি। (সূত্র: অনলাইন)