১০ মার্চ, ২০১১

পাবনায় বাউল উৎসব

আজ থেকে পাবনায় তিনদিন ব্যাপী বাউল উৎসব শুরু হচ্ছে। পাবনা টাউন হল খ্যাত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে ১০, ১১, ও ১২ মার্চ এ বাউল উৎসব চলবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে গণশিল্পী সংস্থা পাবনা।